কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের কৃষ্ণনগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজার গাছ সহ এক গাঁজা ব্যবসায়ীও গাঁজা সেবন করার অপরাধে আরো ১ জন সর্বমোট ২জন কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক কৃতরা কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুর আটি গ্রামের মৃত আনসার আলী ঢালির পুত্র নুর ইসলাম (৪৩) ও কৃষ্ণনগর গ্রামের বরকতুল্লাহর পুত্র রফিকুল ইসলাম (৩৫) পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুর আটি গ্রামে গাঁজার চাষ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান চালায় সোমবার বিকালে তার বাড়ি ঘেরাও করে বসত ঘরের পশ্চিম পাশের আঙ্গিনায় রোপন কৃত ১২ ফুট লম্বা ও তিন কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা পূর্বক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।