প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউপি সচিব খাইরুল ইসলামের সার্বিক পরিচালনায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে প্যানেল চেয়ারম্যান সভাপতি পদে ২ নং ওয়ার্ড ইউপি সদস্য সোহরাব হোসেন ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুলাহ সানা অংশগ্রহণ করে। ইউপি সদস্য বৃন্দের গোপন ভোট প্রদানের মাধ্যমে ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ৯ টি ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান (সভাপতি) নির্বাচিত হন। বিনা প্রতিদ্ব›িদ্বতায় প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত প্রসারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মাসুম বিলাহর সহধর্মিণী (৪,৫,৬) নং ওয়ার্ড ইউপি সদস্য আছিয়া খাতুন নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল চেয়ারম্যান (সহ-সভাপতি) ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রায়হানুজ্জামান নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কালে অন্যতমদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স ম আক্তারুজ্জামান, তালতলা বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলি প্রমুখ।