বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুরে ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাটুনিয়া রাজবাড়ী কলেজ থেকে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাইকেল চুরির ঘটনা ঘটছে। প্রতিকারের কোন ব্যবস্থা পাচ্ছে না অসহায় শিক্ষার্থীরা। গরিব অসহায় শিক্ষার্থীরা তাদের একমাত্র যানবাহন সাইকেলটি চুরি হয়ে যাওয়ায় কলেজে যাওয়া আসা সহ বিভিন্ন কাজে বিঘ্ন ঘটছে। ঘটনা সূত্রে জানাযায়, একটি সঙ্গবদ্ধ চোর চক্র প্রতিনিয়ত এরকম সাইকেল চুরি করেই চলেছে ধারাবাহিকভাবে। গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চুনাখালি গ্রামের হারাধন গায়েনের পুত্র অসীম কুমার গায়েনের সাইকেল চুরি করে নিয়ে যায় এবং গত ১৪/০৯/২০২৩ তারিখে মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পীরগাজন গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ শরিফুল ইসলাম নয়ন এর সাইকেলসহ প্রতিনিয়ত সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে সঙ্গবদ্ধ চোর চক্র। খোঁজাখুঁজি করেও সাইকেলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। দূর দুরান্ত থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষার ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীরা নিরুপায়। এবিষয়ে অত্র কলেজের অধ্যক্ষ আবদুল ওহাব এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, সাইকেল চুরির ঘটনাটি সত্য, প্রতিনিয়ত সাইকেল চুরি হচ্ছে। কলেজের বাউন্ডারি প্রাচীর না থাকায় কিছু উৎশৃংখল, মাদকসেবি ও বখাটে ছেলেরা উৎপাত করছে। আমার মনে হয় তারাই মাদক সেবনের জন্য এ কাজগুলো করছে। আমি স্থানীয় প্রশাসন সহ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছি। কলেজ কর্তৃপক্ষ কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে রাজবাড়ী গোবিন্দ জিউ মন্দির কর্তৃপক্ষের বাধায় নির্মাণ কাজ অসমাপ্ত রয়ে গেছে। এটাও চুরির একটা কারণ। আমি কলেজের প্রাচীর নির্মাণ ও শিক্ষার্থীদের সাইকেল চুরি বন্ধের বিষয়টি প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছি। কলেজের শিক্ষার পরিবেশ বজায় রেখে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাইকেল চুরি বন্দের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে স্থানীয় সুধী মহল ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।