শ্যামনগর ব্যুরো: গতকাল বুধবার দুপুর ১২ টায় সাতক্ষীরা শ্যামনগরে উপজেলা হল রুমে গতকাল দুপুরে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে লিফট কর্মসূচির আওতায় মুন্ডা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা মো: তারিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আকতার হোসেন, তিনি সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের অবহিত করেন ও সর্বোপরি তাদের সরকারের সকল আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও পিএইও সহ মুন্ডা প্রকল্পের সদস্যরা।