কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার রতনপুরের অতি সুপরিচিত ও সাদালাপী কাষ্টম কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম লিটন আর নেই। (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪বছর। তিনি ২ পুত্র, স্ত্রী ও মা সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে লিটনের পূর্বে থেকেই হার্ট ব্লক ছিল। ঢাকার ডাক্তারের তত্বাবধানে চিকিষসায় ছিল। গত ১৯ সেপ্টম্বর রাত্র ৯টার পর খুলনায় কাষ্টম অফিসের নিজ কর্ম শেষে প্রতিদিনের ন্যায় খুলস্থ’ এক মাঠে ব্যায়াম করতে ছিল। সেখানেই সে মুখ থুবরে পড়ে গেলে স্থানীয়রা তাকে নিয়ে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে লাইফ সাফর্টে তার মৃত্যুৃ হয়। গতকাল বুধবার যোহর বাদ রতনপুর ফুঠবল মাঠের হাজার ও শুভাকাঙ্খির অশ্র“জলে যানাজা নামাজ অনুষ্টিত হয়। নামাজে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মাহবুবর রহামন, কালিগঞ্জ উপজেলা আ“লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হসান সুমন, ভাইচ চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান, ফিপা রেফারী ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, রতনপুর ইউনিয়ন আ“লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম, রতনপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম আল রাজী টোকন দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, সহ তার আত্মীয়স্বজন। মুক্তিযোদ্ধা, আইনজীবি, রাজনীতি নেতৃবৃন্দ, গন্যমান্যব্যাক্তিবর্গ সহ সুশিল সমাজের প্রতিনিধি সহ হাজার ও মানুষ নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন রতুনপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গির আলম।