স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় কয়েকটি বেসরকারী হাসপাতাল ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম। গতকাল বিকাল থেকে শহরের আলনুর হাসপাতাল, গাইনী হাসপাতাল, ক্রিস্টাল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। একতা হাসপাতাল ও সুন্দরবন ক্লিনিক একে একে পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম উল্লেখিত ক্লিনিক গুলির লাইসেন্স না থাকা, চিকিৎসা না থাকা, মানসম্মত পরিবেশ না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে হাসপাতাল ক্লিনিক পরিচালনা করতে হবে। বিধি মোতাবেক কাজ না করলে প্রয়োজন হাসপাতালগুলোও ক্লিনিক সিলগালা করা হবে। নিয়োম মেনে কাজ করলে কোন সমস্যা হবে না। পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা: তামিম মোক্তাদির, রোগনিয়ন্ত্রক ডা: জয়েন্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পূলক কুমার চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এমকে অশোক নেওয়াজ।