এ্যাডঃ তপন কুমার দাস ॥ সাতক্ষীরার আদালত অঙ্গন বিচার প্রার্থী, দর্শনার্থী সহ আদালতের সাথে সংশ্লিষ্টরা এবার পাঠাগারের সুবিধা ভোগ করছেন। বিশ্রামাগার, বিশুদ্ধপানীয় জল, ক্যান্টিন সহ বহুবিধ সুবিধার সাথে পাঠাগার স্থাপন দৃশ্যত জ্ঞানকে সমৃদ্ধ করবে, আলোকিত করছে বিচার অঙ্গনকে। দীর্ঘ সময় আদালতে অপেক্ষার প্রহর কাটবে, অজানাকে জানতে সহযোগিতা করবে। গত মঙ্গলবারে ল্যান্ডসার্ভে ট্রাইবুন্যাল সংলগ্ন বারান্দায় স্থাপিত লাইব্রেরী উদ্বোধন করেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, সাতক্ষীরার বিচারঙ্গনকে আলোকিত করার অন্যতম পাথেয় একের পর এবং উন্নয়নের পথিকৃত বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এসময় বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থাপনারও উদ্বোধন করেন। উদ্বোধন কালে তিনি বলেন আদালত প্রাঙ্গনে মিনি লাইব্রেরী স্থাপন এবং বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা কেবলমাত্র ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নয় সৃষ্টিশীল কর্মযজ্ঞ ও বটে। আদালত অঙ্গনে আসা বিচারপ্রার্থীরা সময় ক্ষেপন না করে বা অলস সময় না কাটিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে। বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আশা প্রকাশ করে বলেন বিচার প্রার্থী মানুষ বই পড়ে এবং পানি পান করে নিশ্চই উপকৃত হবে আর এখানেই আমাদের এই উদ্যোগ সফল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ এমজি আযম, ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক যুগ্ম জেলা জজ মো: জাহিদুল আলম, বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ জিপি এ্যাড. শম্ভু নাথ সিংহ সহ বিচারকবৃন্দ ও আদালতের কর্মচারী ও কর্মকর্তারা। ব্যতিক্রমধর্মী এবং জ্ঞান অন্বেষনের যুগপোযোগী উদ্যোগের সাথে বিশেষ ভাবে সংশ্লিষ্ট ল্যান্ডসার্ভে, ট্রাইবুনালের বিচারক যুুগ্ম জেলা জজ জাহিদুল আজাদ বলেন, এই আদালত এর কার্যক্রম দীর্ঘসময় পর্যন্ত চলে, বিচারপ্রার্থীরা দীর্ঘ সময় অপেক্ষার প্রহর গোনেন, যে কারনে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের নির্দেশ মিনি পাঠাগার ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার এই উদ্যোগ। উল্লেখ্য মহা উদ্যোগ নিশ্চই জন মানুষকে বই পড়ায় উৎসাহিত করবে।