আদালত প্রতিবেদক ॥ জেলা লিগ্যাল এইড কমিটির সাতক্ষীরার আয়োজনে গতকাল বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্টেক হোল্ডার গনের সমন্বয়ে সেবা প্রদান প্রতিশ্র“তি বাস্তবায়ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরন বিষয়ক উক্ত সেমিনারে অংশীজন, বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং আদালতের কর্মচারী বৃন্দ অংশ নেন। সেমিনারে লিগ্যাল এইডের কার্যক্রম জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সব শ্রেনির মানুষ সুফল পাচ্ছেন বলে আলোচিত হয়। সেমিনারে আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এম.জি আযম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমী আহমেদ, লিগ্যাল এইড অফিসার নাছির উদ্দীন ফরাজী প্রমুখ।