স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ২ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটক কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মো: বাহার আলী সরদারের পুত্র রনি আহমেদ (২৪)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কলারোয়া কাকডাঙ্গা গ্রামের জনৈক মন্টু মাস্টারের বাড়ির সামনে পাক্কা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজা সহ আসামী রনি কে আটক করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।