বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত চার আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে বুধবার এসআই মুহিতুর রহমান, এসআই ইমরান হোসেন, এএসআই নজরুল ইসলাম, এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার বকচর গ্রামের মৃত সিরাজুল হক এর ছেলে মুরাদ হোসেনকে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-২১(৯)২৩ রুজু করা হয়। অপরদিকে, জিআর পরোয়ানা- ২০৫/১৬ এর আসামী গদাইপুর গ্রামের ইসমাইল মোল্যার ছেলে মনিরুল ইসলাম, সিআর পরোয়ানা-১০৭/২৩ এর আসামী কাকবাসিয়া গ্রামের জাহান বক্স গাজীর ছেলে আব্দুল রশিদ গাজী, রমজান গাজী ও মাহাফুজার রহমান গাজী কে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।