বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা প্রতিদিন শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার ভ্রাম্যমান বইমেলা প্রতিদিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলহাজ্ব ডা: আ ফ ম রহুল হক। এ সময় উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান বইমেলা প্রতিদিনে পীর কেবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউছে জামান আরিফ বিল্লাহ হজরত শাহ সুফি আলহাজ্ব খানবাহাদুর আহছানউল্লাহ (র:) এঁর লেখা বিভিন্ন গ্রন্থ বই পড়ার জন্য প্রতিদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবে, পাঠক সৃষ্টি ও বই পড়া অভ্যাস গড়ে তোলার জন্য নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।