বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু জ্বর বাংলাদেশের জন্য একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। আমাদের উপজেলায়ও এই ডেঙ্গু জ্বর চলে এসেছে। আমাদেরকে ডেঙ্গু থেকে বাঁচতে হলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফুলের টপ, টায়ার সহ যেখানে পানি জমে এই পানিগুলো অপসারণ করতে হবে। জ্বর হলে জ্বরের ঔষধ সহ বেশি করে তরল জাতীয় খাদ্য খেতে হবে। রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাবেন। ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আপনারা সচেতন হবেন এবং আপনাদের এলাকায় অন্যদেরকেও সচেতন করবেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান প্রমুখ।