বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় দুইটি পিচ ঢালা কার্পেটিং রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এক ১ কোটি ৫৭ লক্ষ টাকায় ব্যয়ে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ হতে শ্যামনগর পৌরসভায় চন্ডিপুর সড়ক পর্যন্ত ১৭৬০ মিটার সড়ক (কেন্দ্রীয় ঈদগাহ হতে পানি উন্নয়ন বোর্ডের অফিস পর্যন্ত ৮৬০ মিটার সড়ক ১৮ ফুট চওড়া হবে) সংষ্কার কাজ ও ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার সোনারমোড় হতে ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দির পর্যন্ত ১৬০০ মিটার রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও থানা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুইটি রাস্তার কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, উপজেলা উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা তরুণ লীগের সভাপতি আব্দুল আলীম প্রমুখ।