কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে সরকার ঘোষিত মূল্যে কাঁচা মাল সহ অন্যান্য মালামাল বিক্রি হচ্ছে কিনা এ লক্ষ্যে গতকাল বেলা ১২ টায় উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজহার আলী বাজার মনিটরিং করেছেন। অভিযান পরিচালনার সময় তিনি সরকার ঘোষিত খুচরা মূল্য আলু ৩৫ থেকে ৩৬ পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে কিনা তাহা যাচাই করেন। এছাড়া তিনি দোকান মালিকদের সতর্ক করে বলেন আগামী দিনে সরকারের নির্দেশিত নিয়ম মেনে না চললে গোপনে বাজার মনিটারিং করা হবে। যদি কোন মালামাল নির্দিষ্ট মূল্যের অধিক দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যায় তবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে। মনিটরিংকালে আরো উপস্থিত ছিলেন জয়পত্র কাটি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জালাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, প্যানেল চেয়ারম্যান সাইফুল ঢালী সহ সাংবাদিকবৃন্দ ।