স্টাফ রিপোর্টার : আনন্দঘন পরিবেশে দৈনিক সত্যপাঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ সংলগ্ন, সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওরেশ খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তি যোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাংবাদিক ও এড এ বি এম সেলিম, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোঃ মশিউর রহমান বাবু প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক যথাক্রমে- তুহিন হোসেন, মেহেদী আলী সুজয়, ডি এম কামরুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন সাংবাদিক হচ্ছে জাতির বিকেক তাই সব সময় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। দেশ জাতি এগুয়ে নিয়ার জন্য সতের বিকল্প নেই। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবু সাঈদ ও দৈনিক সত্যপাঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আলি হোসেন।