বাংলাদেশের অভ্যন্তরর নদ নদী এবং উক্ত নদগ নদী দেশের আর্থ সামাজিক ও অর্থনৈতিক পরিবেশে পরিস্থিতিকে শক্তিশালী অবস্থানে নিয়েছে। সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে আমাদের দেশের অভ্যন্তর ভাগ দিয়ে প্রবাহমান নদ নদী গুলো অর্থনৈতিক জোনের পাশাপাশি যাতায়াত ও যোগাযোগের অবারিত ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের দেশের ততায়াত ও যোগাযোগ ব্যবস্থায় অতীতের ন্যায় বর্তমান সময় গুলোতেও নদ নদী কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। দেশের নদ নদী অববাহিকা এলাকায় নগরে সভ্যতার সৃষ্টি হয়েছে। নদী পথের যাতায়াতের সহজলভ্যতার কারন হেতু শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক কেন্দ্রেরও সৃষ্টি হয়েছে। দেশের বিপুল সংখ্যক মানুষ নদীতে মৎস্য সম্পদ আরোহন পরবর্তি জীবন জীবিকা নির্বাহ করে চলেছে। সাতক্ষীরার বাস্তবতায় নদ নদী গুলো চাষাবাদে ও ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বিশেষ ভাবে কপোতাক্ষ মোহনায় কৃষি উৎপাদন সাতক্ষীরাকে শস্য ভান্ডারের পরিনত করেছে। কপোতক্ষ শষ্য উৎপাদনে অতি গরুত্বপূর্ণ ও কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। সাতক্ষীরার ইছামতি নদী বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে রেখেছে। এই নদী বছরের পর বছর ভাংছে তো ভাংছে আর সীমান্ত নদী ভাঙ্গনের কারনে দেশের ভূখন্ড হারিয়ে যায়, দেশের মানচিত্র পরিবর্তন এবং পরিবর্ধন হয়। সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদীর পাড়ের লোক বসতি প্রতিনিয়ত বসতবাড়ী হারানোর ভয়ে দিনে যাপনে করে। ফসলি জমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও স্থাপনা এবং খেলার মাঠ ইছামতি গর্ভে বিলীন হয়েছে। জেলার অপর সীমান্ত নদি কালিন্দি ও যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা দিয়েছে অনুুরুপ ভাবে বহু জন বসতিকে বিবর্ণ করেছে। অবিলম্বে নদী ভাঙ্গন রোধ করতে হবে এবং অত্যান্ত পরিকল্পিত ভাবে ভাঙ্গন রোধ কাজ করতে হবে।