বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর শিরিফলকাটি দাওয়া হাদীস ও এতিমখানা মাদ্রাসার পরামর্শ সভা ও নবনির্মিত মসজিদ পরিদর্শন করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার দুপুর ২ টায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা কার্যালয়ে জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজে নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় অত্র মাদ্রাসার মুহতামীম মুফতি জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মাদ্রাসার নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি মসজিদের উন্নয়নকল্পে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আর্থিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন ও স্থানীয় বিত্তশালীদের আর্থিক সহযোগিতার আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-জউ-জামান সাঈদ, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, মুফতি আব্দুল হাকিম, মাওঃ মোঃ জুনাঈদ ইসলাম, মাওঃ মোঃ শফিকুল ইসলাম, মাওঃ মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, মাওঃ মিজানুর রহমান প্রমুখ।