স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফাইনাল খেলায় রসুলপুর ফুটবল একাডেমী বনাম চালতেতলা ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে খেলাটি নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ৪-২ গোলে রসুলপুর ফুটবল একাডেমীকে হারিয়ে চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা ক্রীড়া অফিসার মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, ইমদাদুল হক খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য নজমুচ্ছায়াদাত পলাশ, আবু ওহিদ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নিবাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।