এফএনএস: গত কিছুদিনের মতো দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার ছিল বসন্তের প্রথম মাস ফাল্গুনের ২৮ তারিখ। এরইমধ্যে গরম পড়তে শুরু করেছে। তবে তাপমাত্রা এখনও অসহনীয় হয়ে ওঠেনি। গতকাল রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো, ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সিলেটে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।