রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোনাবাড়ীয়ায় আইসিটি ট্রেনিং সেন্টারে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়ায় আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও আইসিটি কোচিং সেন্টারের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোনাবাড়ীয়া কলেজ রোডস্থ আইসিটি ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।. সকাল ১০টায় সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান, শিক্ষক ইয়াছিন আলী, আইসিটি সেন্টারের পরিচালক আবু রায়হান মিকাঈল ও জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বেনজির হোসেন হেলাল বলেন, আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও আইসিটি কোচিং সেন্টার একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। ইতোমধ্যে তাদের বিভিন্ন কার্যক্রম আমি দেখেছি, তারা অন্যদের ছাড়া বেশ আলাদা। প্রতিষ্ঠানটির আজকের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নানামুখী কাজ করে যাচ্ছে। প্রশিক্ষিত নাগরিক তৈরিতে কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে প্রত্যন্ত অঞ্চলেও। বিশেষ করে নারীদের স্বনির্ভর ও দক্ষশক্তিতে পরিণত করার জন্য আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সকালের অধিবেশনের মধ্যে ছিল- চেয়ার সিটিং, বালতিতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙা, ক্রিকেট খেলা, গণিত ও বিতর্ক প্রতিযোগিতা । দুপুরের মধ্যাহ্নভোজের পর বিকাল ৩টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এ পর্বে ছিল- চিরকুট, গজল, গান প্রতিযোগিতা। প্রত্যেক ইভেন্ট থেকে ৩ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বাল্য বিবাহের পক্ষে থাকা ছেলেদের দলকে হারিয়ে বিপক্ষ দল মেয়েরা বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com