স্টাফ রিপোর্টার ঃ দ্রব্যমূল্যের উর্ধগতি ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে গতকাল বিকালে শহরের অদূরে বাকালে ফুটবল মাঠ জেলা যুবদলের সভাপতি মোঃ আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আলী আকবর চুন্নু। তিনি বলেন, বর্তমান সরকার বাজারের দিকে কোন খেয়াল নেই। রাত পার হলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম। বিশেষ করে চাউল, ডাল, তৈল বাজারে যেন লাগামহীন। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সকল দ্রব্য সামগ্রী। তিনি আরও বলেন, সাবেক একাধিক বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে আটক রাখা হয়েছে। তিনি শারিরীক অসুস্থ হওয়ার সত্তে¡ও সরকার তাকে জামিন দিচ্ছে না। দেশে বর্তমান দ্রব্যমূল্য সহনশীল ও বিএনপির চেয়ারপার্সনের মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল হক, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক শের আলি, সদস্য সচিব ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সহসভাপতি হাসান শাহরিয়ার রিপন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন রহমান, সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন, শফিকুল ইসলাম দুলু, আনারুল ইসলাম আদুর, শেখ আলাউদ্দিন সোহেল, শেখ আব্দুল আজিজ, কামরুজ্জামান কামরুল, মেহেদী হাসান সবুজ, এমএ হাকিম সবুজ, কেএম পলাশ, মির্জা আতিয়ার রহমান, মোস্তফা হোসেন মন্টু, শরিফুজ্জামান টোকন, আবু জাহিদ সোহাগ, হাসান শারাফী, আজিজুর রহমান, তারিকুল ইসলাম, আসাদুল ইসলাম, নাসির উদ্দীন, ইয়াসিন উলাহ সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচআর মুকুল ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু।