স্টাফ রিপোর্টার ঃ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বেলা ১১টায় সাতক্ষীরা পি.এন হাইস্কুল মাঠে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আ’লীগের উপদেষ্টা অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি এসএম জগলুল হায়দার এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, এছাড়া স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ও উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সঞ্চালনা করবেন সদস্য সচিব শেখ নাজমুল হক রনি।