দেবহাটা অফিস ॥ ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬তম শুভ জন্ম তিথি দেবহাটার সূবর্ণবাদে পালিত হয়েছে। গতকাল উক্ত জন্ম তিথি উদযাপন আয়োজনে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টাব্দে ঐক্য সভাপতি অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক। পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার মল্লিকের সভাপতিত্বে এবং শিক্ষক প্রদীপ কুমার মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইষ্টঅনুরাগী অনিলকৃষ্ণ রায়, চিত্ত বর্মন, সুভাষ মৃধা, ডা: প্রমথ হালদার, সুমন মল্লিক, বিধান মল্লিক, আলোকরায়, সুশান্তমল্লিক, রশিকলাল প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও বিশ্ববাসির শান্তি কামনা করা হয়।