বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকটি যুব জাগরণ সংঘের আয়োজনে শেখ রিয়াজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পিডিকে মিতালী সংঘ ফুটবল একাদশ বনাম কালিগঞ্জ উপজেলা ফুটবল একাদশ এর মধ্যকার খেলায় ৩-০ গোলে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল বিকালে বন্ধকটি বাগের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস, এম, জগলুল হায়দার (এমপি), তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা আ’ লীগের সভাপতি নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল, শেখ ফিরোজ, ইফতেখারুল ইসলাম সুমন, শাহিনুর রহমান শাহীন, মামুন রশিদ মিন্টু প্রমুখ।