দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জের ওলিতে গলিতে সরকারের কঠোর অবস্থানের পর এবার আলুশূন্য হয়ে পড়েছে উপজেলার বাঁশতলা বাজার সহ দক্ষিণ শ্রীপুর বাজার পাইকারী ও খুচরা কোনো দোকানেই মিলছে না আলু। এতে আলু না পেয়ে বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। সরেজমিনে বাজারে দেখাগেছে বাজারে কোন দোকানদার আলু বিক্রয় করছে না। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি আড়ৎগুলোয় আলু নেয়। বেশি দামে আলু কিনে এনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে, লোকসান এবং জরিমানার ভয়ে আলু বিক্রয় বন্ধ রাখা হয়েছে। আলু কিনতে এসে ক্ষোভ জানিয়ে ক্রেতা সৌমিত্র গাইন বলেন, ‘সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও সেই দামে আলু বাজারে পাচ্ছি না। তার মধ্যে এখন বাজারে আলু মিলছে না। আমাদের মতন সাধারণ ক্রেতারা পড়েছে চরম বিপাকে।