বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন থেকে যুদ্ধাপরাধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের অভিযানে এসময় উপজেলার বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম (৭২) কে তার পাইথালী গুড়গুড়ি এলাকার নিজস্ব মৎস্য ঘের থেকে আটক করা হয়। অপরদিকে, চাপড়া গ্রামের মুজিবুর রহমান দনু (৭৫) কে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। জনাগেছে, তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগ রয়েছে। প্রায় এক মাস আগে ঢাকা থেকে পিবিআই এর একটা টিম এসে তাদের বিষয়ে তদন্ত ও করেছেন। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে। যে কারণে রোববার দুপুরে সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা তাদের কে আটক করেন।