ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরার ফিংড়ীতে সুদ ও হন্ডি ব্যবসায়ী মৃর্ণল সিংহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জানা সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী বাজারের মহুমা জুয়েলার্সের স্বত্বাধিকারী মৃর্ণল শিংহ এর স্বর্ণের দোকান রবিবার রাতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সুদে খাটানোর মালামাল সহ এক ঝাপ ব্লান চেক, স্টাম, স্বর্ণালংকার প্রমূখ জব্দ করে ফিংড়ী বাজার সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ীরা সুদের কবলে পড়া ভুক্তভোগী গ্রাহক প্রতিবেদকে জানাই ফিংড়ী বাজার সহ আশপাশের গ্রামবাসীদের অসহায়ের সুযোগ খুঁজে তাদেরকে মোটা অংকের টাকা দিয়ে প্রতি হাজারে মাসে ১০০ টাকা করে সুদ খায় মৃণাল সিংহ ও তারই পার্টনার হিসেবে যৌথভাবে বহুদিন ধরে সুদের ব্যবসা পরিচালনা করে আসছে, দক্ষিণ ফিংড়ী গ্রামের মৃত্যুঃ হাসিদ ফকিরের পুত্র মোঃ রাজু আহমেদ ও একই গ্রামের মৃত্যুঃ বৌস্টম দাশের পুত্র প্রশান্ত দাস মিলে গরীব অসহায় মানুষকে নিঃস্ব করে ফেলছে প্রতিনিয়ত। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা সদর থানার এস-আই মোঃ মুমাতাক আহম্মেদ গোপন অভিযান চালিয়ে মৃণাল সিংহ দোকানে। এসময় সময় নগদ টাকা উদ্ধার করে আনুমানিক এক লক্ষ চৌদ্দ হাজার টাকা। যার মধ্যে ১ হাজার টাকার নোট ৬৭টা, ৫০০টাকার নোট ৬২টা। বাকি ১৪ হাজার টাকা বিভিদ নোট জব্দ করে। এছাড়া আরো স্বর্ণ অলঙ্কর ও সুদে টাকা দেওয়ার বিভিন্ন প্রমান উদ্ধার করে মহুমা জুয়েলার্স এর ক্যাশ বাক্স হতে। উক্ত দোকানের পেছন ভেতর থেকে উদ্ধার করে ৩পিচ মটর সাইকেল যার মধ্যে এইট-টি মোটরসাইকেল ২পিচ, হিরো হোন্ডা স্প্লেন্ডার ১ পিচ। এবং মৃর্ণল শিংহ এর বাড়িতে ও অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের মোটরসাইকেলের মোট ১১ টি চাবি উদ্ধার করে। স্থানীয় বাজার ব্যবসায়ী ও জনসাধারণের দাবি এই সুদ ও হুন্ডি ব্যবসায়ীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করেছেন।