স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ তিন দিনের সফরে সাতক্ষীরায় আসছেন আজ। বুধবার সকালে খুলনা থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌছাবেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা, তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে মতবিনিময় সভা যোগদান করবেন। বিকালে অতি: জেলা ম্যাজিষ্ট্রেট আদালত পরিদর্শক, সদর সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও এসব শাখা পরিদর্শন করবেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে মত বিনিময় ও বিকালে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করবেন। শুক্রবার নিয়োগ পরীক্ষার হল পরিদর্শন ও উত্তর পত্র মূল্যায়ন ও ফলাফল কার্যক্রম পর্যবেক্ষন। পরে খুলনার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন। খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এএসএম শাহনেওয়াজ মেহেদী এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।