শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

শোভনালী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক কমিটি ঘোষনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের আলোচনা সভায় আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল বিকালে শোভনালী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের কমিটি গঠন উপলক্ষে বাটরা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলার আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। উপজেলার আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন. শোভনালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল জব্বার সরদার, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, ইউনয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহম্মেদ নয়ন, সাধারন সম্পাদক আজমির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেকবলীগের সভাপতি আঃ সালামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের নেতাকর্মবৃন্দ। সভার উপস্থিত নেতা কর্মীদের সর্ব সম্মতিক্রমে ৩২ সদস্য বিশিষ্ট আশাশুনি শোভনালী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সুবোধ স্বর্ণকার আহবায়ক, রথিন্দ্র, হারান, আবু রায়হান, ইয়াকুবকে যুগ্ম আহবায়ক ও আঃ রশিদ সদস্য সচিব নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com