কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মায়েদের শিশুর দগ্ধ পানের জন্য মাতৃদুগ্ধ পান কেন্দ্রর ভিত্ত প্রস্তর উদ্বোধন ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা। এসময় পরিষদ চত্বরে একটি নারিকেল চারা রোপণ করেন। পরে পরিষদ চত্বরে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে, শোকর আলী ও মাসুম হাসানের সঞ্চালনায় মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো শেখ শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস.এম মমতাজ হোসেন। ইউপি জি.এম আব্দুল জলিল। উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি সদস্য মোঃ মোদা”েচর হোসেন, শেখ রহমত আলী,নুর মোহাম্মাাদ বাঁচা মোল্লাহ্,মোঃ আরিজুল ইসলাম,শ্রী দেবাশিষ ঘোষ,মোঃ কালিমুল্লাহ,শেখ আবু হাসান,ইউপি সদস্যা জাহানারা খাতুন,শ্রীমতি প্রমিলা মন্ডল মোৎ রেহানা খাতুন সহ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক,সুধী জন, ইউপি সচিব, ইউপি সদস্য গন,গ্রাম পুলিশ এবং বিপুল সংখ্যক মা উপস্থিত ছিলেন।