দেবহাটা অফিস ॥ দেবহাটা পুলিশ পারুলিয়া ইউনিয়নের খেজুর বাড়ীয়া এলাকার দক্ষিন পাড়ায় অভিযান পরিচালনা করে বাইশ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ফেনসিডিল সহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী দুই জন হলো মৃত লিটু সরদারের পুত্র মো: নুরুজ্জামান ৩৫ ও মো: রফিকুল সরদারের পুত্র মো: রুহুল আমীন (২৫), তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের সহযোগী ও অন্যান্য ব্যবসায়ীদের বিষয়ে পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবহাটা থানা ওসি বাবুল আক্তার। এসআই নুরনবী সঙ্গীয় ফোস সহ উক্ত অভিযানের নেতৃত্ব দেন। আসামীদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।