বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়াড়ী ও মাদক ব্যবসায়ী খোকনকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ১১টায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এএসআই সোহেল শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত কেনা শেখ এর ছেলে জুয়াড়ী ও মাদক ব্যবসায়ী খোকন (৫৫) এবং তার ছেলে ফারুক শেখ (৩৬) কে তাদের বাড়ি থেকে গাঁজা বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার করেন। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২৫)০৯/২৩ নং মামলা রুজু করা হয়।