বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ১০ দিনব্যাপী শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স” বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আশাশুনি সরকারি কলেজ হলরুম এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।