বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, জগদীশ চন্দ্র সানা, কৃষি কর্মকর্তা এসএম এনামুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ভেটেরিনারী সার্জেন্ট তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবদুর রকিব, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমার মন্ডল, উপজেলা সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।