মীর আবু বকর ॥ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের অবস্থান এখন উন্নত দেশের কাতারে। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা এখন শুধু সময়ের ব্যাপার। দেশে এমন কোন সেক্টর নাই যেখানে উন্নয়ন হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল, শুধু তাই নয় আমরা পাতাল ট্রেনের যুগে প্রবেশ করেছি। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সুশাসন প্রতিষ্ঠা নিমিও অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসন ও খুলনা বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার আরো বলেন, রাষ্ট্রের জনগণকে ভালো রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক দেশকে সুন্দর ও সমৃদ্ধশালী করা। সরকারকে সহযোগিতা করতে হবে, আমরাও সরকারের একটি অংশ। সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তবে আগামী প্রজন্ম একটি সুন্দর রাষ্ট্র দেখতে পাবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, অতিঃ পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজীব খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোঃ শাকিউল আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, শিক্ষা অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোহাম্মদ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরে ডিডি এ কে এম শফিউল আজম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি শেখ মোঃ হাসেম আলী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সকল উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।