স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ ইন্টারনেটের গুরুত্ব এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশ ন্যায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে গতকাল সকাল ১০ টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি পরিচাল হারুন অর রশিদ, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, সনক সভাপতি হেনরি সরদার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শরিফুল্লা কায়সার সুমন।