রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানা সুত্রে জানা যায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স নিয়ে বুধবার ওই সময় থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ দিগং গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফ হোসেন (১৯), বড় রাজনগর গ্রামের মৃত চান্দালী সরদারের ছেলে নিয়মিত মামলার আাসামী আইয়ুব আলী (৩৩), এবংবামনখালী গ্রামের হযরত আলীর ছেলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হয় বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com