দেবহাটা অফিস ॥ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ গতকাল বৃহস্পতিবার দেবহাটা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং ইছামতি নদীর তীরে রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। বাংলাদেশ ভারত বিভক্ত করন ইছামতি নদীর তীরে অনন্য অসাধারন সৌন্দর্যের লীলা ভূমি প্রত্যক্ষ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও শিক্ষা মইনুল ইসলাম মঈন, সিনিয়র সহকারী সচিব আজাহার আলী, এর পূর্বে বিভাগীয় কমিশনার সহ সদর সফর সঙ্গীদের স্বাগত জানান দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান ও দেবহাটা থানা ওসি বাবুল আক্তার।