শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

সূবর্ণবাদ প্রাথমিকের নারী শিক্ষক সন্ধ্যা রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

দেবহাটা অফিস ॥ দেবহাটার সুবর্নবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্ধ্যারানী তারই বিদ্যালয়ের একটি অংশ দ্বারা বিভিন্ন ভাবে হুমকির মুখে এবং অপপ্রচারের শিকারে পরিনত হয়েছে। অপেক্ষাকৃত দুর্গম এলাকার বিদ্যালয়টি নারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবৎ কোমলমতি শিক্ষার্থীদের কে পাঠদান করে আসছেন একই সাথে বিদ্যালয়ের নানামুখি অনিয়ম, দুর্নীতি তথা সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতার পক্ষে সোচ্চার। দক্ষ শিক্ষক এবং স্বচ্ছতার প্রতিমুখ এই নারী শিক্ষক সন্ধ্যা রানী হুমকি, ষড়যন্ত্র আর নিরাপত্তাহীনতার বিষয়টি এবার সম্মুখ পানে আনলেন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সুবিচার ও নিরাপত্তার দাবী জানিয়েছেন। শিক্ষক সন্ধ্যারানী জানান আমার সন্তানতুল্য শিক্ষার্থীকে শৃংখলায় রাখতে সামান্য শাসনকে পুজি করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র সরকারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় তিনি সহ একটি মহল আমাকে হেয় করছে। হুমকি দিচ্ছে, অন্যত্র বদলি করার চেষ্টা করছে। সুধিমহল, অভিভাবকরা নারী শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং তদন্ত দাবী করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com