দৃষ্টিপাত রিপোর্ট ॥ ফুল সৌন্দর্য আর সুন্দররের প্রতিক, ফুল কেনা ভালবাসে, ঝক ঝকে, তক তরে অনন্য অসাধারন ফুল বাংলাকে সমৃদ্ধ করেছে সৌন্দর্যের বিকিরন গুটিয়ে চলেছে। আমাদের দেশে নানা ধরনের ফুলের উপস্থিতির শেষ নেই। অতি চৎমকার অসাধারন রুপকার সৌন্দর্যের বরতা নিয়ে গ্রাম বাংলার ডোবা, নালা, জলাশয়ে নিজেকে বিকরন করে চলেছে শাপলা ফুল। বর্ষা মৌসুমে শুরু হতে শরতের শেষ সময় পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বলাচলে অপেক্ষাকৃত বন্ধুর পথ পরিক্রমা অঞ্চলে, যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ডোবা, নদী নালা, জলাশয়, নিচু জমিতে যেখানে বর্ষার পানি জমে এমন সব এলাকায় প্রকৃতির অমোঘ নিয়মে অযত্নে, অবহেলায় জন্ম নেয় শাপলা গাছ এবং জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা হতে না হতেই এই ফুল ফুটতে থাকে, অত্যন্ত দৃশ্যধারী অনন্য অসাধারন মনোমুগ্ধকর শাপলা আমাদের জাতীয় ফুল। শিশুদের অন্যতম খেলার বস্তু হিসেবেই শাপলা ফুলের জুড়ি নেই। গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য আর রোজনামচায় সংশ্লিষ্ট এই নয়নাভিরাম সৌন্দর্যের আধার খ্যাত শাপলা ফুল দিনে দিনে হারিয়ে যাচ্ছে। ছায়া ঢাকা পাখি ডাকা গ্রামের চির পরিচিত শাপলা ফুল বিলপ্তির পথে। বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তি আর সভ্যতার পালাবদলের কল্যানে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে ঔষধী গুন সমৃদ্ধ শাপলা। গ্রামাঞ্চলে ও শহুরে জীবন যাপনের ছায়া পড়েছে। জীবন জীবিকা আর বসবাসের তাগিদে মানুষ এলাকা, বিল জলাশয় ভরাট করে বসতি স্থাপন করছে, শিল্প কলকারখানা তৈরী করছে আবার অনেকে মাটি ভরাট করে ভিটা বানাচ্ছে যে কারনে শাপলা জন্মানোর জায়গা সংকুচিত হচ্ছে। শাপলা ফুল কেবল মাত্র সৌন্দর্য্যরে প্রতিক বা শোভা বর্ধন কারী ফুল নয়। এই ফুল যেমন ঔষধী গুনে ভরা অনুরুপ ভাবে সবজি হিসেবে শাপলার কদর কম নয়। এখনও পর্যন্ত গ্রামের ও শহরের হাটবাজার গুলোতে শাপলার সবজির উপস্থিতি এবং চাহিদা কম নয়, শাপলার মুল দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরী হয়। একদা উপকুলীয় এলাকা তথা খরা, বন্যা সহ নানান ধরনের প্রাকৃতিক দূর্যোগের কারনে ফসল উৎপাদনে ক্ষত সৃষ্টি হলে খাদ্য ঘাটতি দেখা দিলে শাপলার ফল যা স্থানীয় ভাষায় ঢেভ বলা হয় উক্ত ফলের দানা শুকিয়ে রান্না করে ভাতের অভাব পুরন করা হতো। বর্তমান সময় গুলোতে শাপলার ফলের ভিতরের অংশ শুকিয়ে মা বোনেরা খই ভেজে রসনাতৃপ্ত করে থাকে। শাপলা ফুলের সৌন্দর্য কেবল মনোমুগ্ধকর তা নয় অভাবনীয়, দিগন্ত বিস্তৃত বিলের পানিতে লাল, সাদা সহ হরেক রকম শাপলার বাহারী উচ্ছ্বাস যে কারোরই চোখ জুড়াবে। অতি সম্প্রতি দেবহাটা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান শাপলা ফুলের সৌন্দর্যভরা (ফুটে থাকা) ফুলের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় জন মানুষের মাঝে নতুন ভাবে এই ফুলের মহত্ব, সৌন্দর্য এবং হারিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।