ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরায় ধর্ষন মামলার আসামি রফিকুল সাতক্ষীরা সদর থানার পুলিশ ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ীর মৃত এরফান নায়েবের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৪৫) আটক করে। জানা গেছে- মোঃ রশিদ ঢালীর স্ত্রী মোছাঃ রাফিজা খাতুন(২৮) একই পাড়ার রফিকুল ইসলামের বাড়ীতে ঘর গৃহস্থালির (ঝিয়ের) কাজ করতো। লম্পট রফিকুল প্রায় প্রতিনিয়ত রাফিজা কে কুপ্রভাব দিয়ে আসছিল। রাফিজা রফিকুলের কুপ্রভাবে রাজি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর রফিকুলের নিজ বাড়ীতে ঐ ভূক্ত ভোগীকে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনা জানাজানি করলে জানে মেরে ফেলারও হুমকি দেয়। অতঃপরে সমগ্র গ্রাম জানাজানি হলে ২১ সেপ্টেম্বরে ধর্ষক রফিকুল ও তার স্ত্রী নাজমিন সুলতানা তার ভাই সাইদুল ইসলাম(৪২) দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অসহায় রশিদ ঢালীর বাড়ীতে প্রবেশ করে রশিদ ঢালী ও তার স্ত্রী রাফিজা কে বেদম মারপিট করে। পরে ভূক্তভোগী বাদী হয়ে রফিকুল ইসলাম (৪৫)এর নামে ৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) পুলিশ অভিযান চালায় আসামী ধর্ষক রফিকুল গ্রেফতার হয়েছে। এদিকে লম্পট রফিকুল গ্রেফতার হওয়াতে দক্ষিণ ফিংড়ীর মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন। গ্রামবাসি জানাই তার নামে এ ধরনের কূ- কৃত্বির অনেক প্রমাণ রয়েছে। প্রভাবশালী ও বিত্তবান হওয়াতে নারীরা মুখ খুলেনা। এহেন লম্পট, ধর্ষক পরনারী লোভী ও দাঙ্গাবাজ রফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।