রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। কলারোয়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং সমমনা বিভিন্ন সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ আনন্দ র‌্যালী শেষে সকাল ১১ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও তালা-কলারোয়ার নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, চেয়ারম্যান বেনজির হোসেন হেলালসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com