স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সাঃ) জন্মদিন-ওফাত দিবস ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আলীগের ও পৌর আলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটে জেলা আলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আলীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধাঃ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মোঃ আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আলীগের নেতা ডাঃ মনসুর আহমেদ, এড. আজহারুল ইসলাম, এস.এম শওকত হোসেন, শিমুন শামস, লায়লা পারভীন সেঁজুতি, নাজমুন নাহার মুন্নি, ইসমত আরা, কোহিনুর ইসলাম, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু , শেখ নাসেরুল হক,পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধাঃ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা আলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আলীগের সাধাঃ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন।