বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভূক্ত আসামী, নিয়মিত মামলার এক আসামী ও ওয়ারেন্টভূক্ত এক আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে বৃহস্পতিবার এসআই জাহাঙ্গীর হোসেন খান, এসআই আমিনুল ইসলাম, এএসআই কবির হোসেন, এএসআই সোহেল শেখ, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার রাধারআটি গ্রামের রুহুল আমিন এর ছেলে শাহিন আলম(২১) কে ১০০ গ্রাম গাঁজাসহ কলিমাখালী এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-২৬(৯)২৩ রুজু করা হয়। অপরদিকে, উপজেলার দরগাতলা (আইটি) গ্রামের সামছুর রহমান এর ছেলে দুই মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা-১৮৩/২১ এর আসামী আক্তারুল ইসলামকে ১০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ীর সামনে হতে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা নং-২৭(৯)২৩ রুজু করা হয়। এছাড়াও নিয়মিত মামলা নং-১৭(৯)২৩ এর আসামী উপজেলার নওয়াপাড়া গ্রামের আবুল গাজীর ছেলে আকরাম গাজী(৫৫) ও সিআর পরোয়ানা-৭৮৯/২১ এর আসামী খাজরা গ্রামের মৃত ইদ্রিস গাজীর ছেলে রফিকুল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে বৃহস্পতিবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।