স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতাকল বেলা ১১টায় শহরের দৈনিক কাফেলা অফিসের সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে এখনো প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার টেন্ডার হবে। বর্তমানে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার কাজ চলমান আছে। সাতক্ষীরায় পৌরসভাকে নান্দনিক করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, সংরক্ষিত কাউন্সিলর নূর জাহান বেগম নূরী, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ডা. কাজী রফিকুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য সাতকষীরা পৌরসভায় নিজস্ব অর্থায়নে ১৫ মিটার রাস্তার নির্মান করা হবে।