কালিগঞ্জ ব্যূরোঃ কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ পালিত হয়েছে। বিনিয়োগে অগ্রধিকার কে কন্যাশিশুর অধিকার, এই প্রতিপাদ্য সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে আলোচনা সভা ও ছয়টি নারী উন্নয়ন সংগঠনকে আর্থিক সহায়তা অনুদান প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নিবাহী কমকতা রহিমা সুলতানা (বুশরা) এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিপালি রানী ঘোষ, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি শরিফুল ইসলাম কালীগঞ্জে ছটি নারী সংগঠনকে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। সংগঠন গুলি হল উপজেলা লেডিস ক্লাব ৩০ হাজার ,প্রেরণা নারী উন্নয়ন সংগঠন ৩০ হাজার, মিশন মহিলা উন্নয়ন সংস্থা ৩০ হাজার, আমার কুটির মহিলা সংস্থা ২৫ হাজার, দুর্জয় নারী উন্নয়ন কমিটি ২৫ হাজার, ও ঊষা মহিলা উন্নয়ন কমিটি ২৫ হাজার টাকা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন নারী সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।