শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

কৃষ্ণনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

আব্দুল মাজিদ (কৃষ্ণনগর) কালিগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কৃষ্ণনগরে ২৩ তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে। সেই আইয়্যামে জাহিলিয়ার যুগে মহান আল্লাহ তায়ালা সত্য , ন্যায়, কল্যাণ ও একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে পাঠিয়ে দেন। এবং একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় রামনগর জামেয়া কাদেরিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত জশনে জুলুসে শতাধিক মোটরসাইকেল, মাইক্রো বাস, পিকআপ, প্রাইভেট কার, ইজিবাইক নসিমন, ভ্যানযোগে হাজারো মানুষ অংশগ্রহণ করে। মাদ্রাসার পরিচালক মাওঃ মুফতি নাজমুস সাদাত এর নেতৃত্বে মাদ্রাসা ময়দান থেকে সকাল ৯ টায় জুলুস বের হয়। জুলুস টি ইউনিয়নের কৃষ্ণনগর বাজার সহ কয়েকটি জনবসতিপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা ময়দানে এসে শেষ হয়। পরে মাগরিব বাদ মাদ্রাসা ময়দানে মুফতি আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওঃ মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, মাওঃ শরিফুল ইসলাম তাহেরী প্রমুখ। মাহফিল শেষে দেশ জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন আল্লামা মুফতি আবুল কাশেম ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com