মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

উপকূলীয় ঝুঁকিপূর্ণ ‘বাক্সকল’ ভাঙ্গনে প্লাবিত ॥ স্থানীয়দের প্রচেষ্টা আটকাতে সক্ষম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

রমজাননগর প্রতিনিধি ॥ শ্যামনগরে উপকূলীয় ঝুকিপূর্ণ বাক্সকল ভাঙ্গনে প্লাবিত হয়েছে মৎস ঘের। জানাজায়, শনিবার দুপুরের শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের পরানপুর ও কাঠামারির মাঝখানে নূর ইসলামের মৎস্যঘেরের বাক্সকল ভেঙে প্রায় ১৫ ফুট জুড়ে ভেরীবাঁধ নদীগর্ভে বিলিন হয়ে, লোকালয়ে পানি প্রবেশ করে। স্থানীয়দের সরব উপস্থিতি ও প্রচেষ্টায় সাময়িক পানি আটকাতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানান, এলাকার প্রভাবশালী মৎস্যঘের ব্যবসায়ীদের লবণ পানি তোলার লক্ষ্যে অবৈধ পাইপ লাইন ও বাক্সকল বসিয়ে উপকূলীয় এলাকাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পানি উন্নয়ন বোর্ডের এ ভেরীবাঁধে যত্রতত্র পাইপ বা বাক্সকল বসিয়ে এ বাঁধ দূর্বল বা ঝুঁকিপূর্ণ হলেও পাউবো নিরব। কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন,বিষয়টি জানতে পেরে লোকজন দিয়ে সংস্কার করেছি। তবে এরকম আরও কয়েকটি কল আছে যা ঝুঁকিপূর্ণ অবস্থায়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে যত্রতত্র ছিদ্র করে পাইপ ও বাক্স কল বসিয়ে এ বেড়িবাঁধকে দূর্বল করে দিয়েছে লবণ পানি ব্যবসায়ীরা। শ্যামনগরে ২০ টার অধিক বাক্সকল রয়েছে সেখানে প্রায় অর্ধেক বাক্সকল ঝুঁকিপূর্ন অবস্থায় পানি উত্তোলন কার্যক্রম অব্যহত রেখেছে। উপজেলার উপকূলীয় বিভিন্ন এলাকায় পরিদর্শনে দেখাগেছে, কিছু এলাকায় সিএমবির রাস্তা তৈরি হয়েছে কিন্তু তার নিচু দিয়ে বাক্সকল রয়েগেছে। বাক্সকল রেখে রোড নির্মাণে রাস্তার চরম ক্ষতি হয়েছে। বাক্স কল অপসারণে বিজ্ঞ আদালতের আদেশ থাকলেও স্থানীয়রা সমন্বয় করে তা শিথিল করে ফেলেছে। উপকূলীয় রক্ষা ভেরীবাঁধ ঝুকিমুক্ত রাখতে বাক্সকল অপসারণ অতীব প্রয়োজনীয় বলে মনে করেন স্থানীয় সর্বসাধারণ। পানি উন্নয়ন বোর্ডের সার্বিক প্রচেষ্টায় এই বাক্সকল অপসরণ সম্ভব বা এই ভেরীবাঁধ ঝুকিমুক্ত করতে পারেন বলে মনে করেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com