সভাপতি রওশন আলী, সাধারন সম্পাদক রজব আলী
মীর আবু বকরঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সুলতানপুর বড়বাজার কাঁচা ও পাকা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে গরুর গাড়ী প্রতীকে ২৫০ ভোট পেয়ে মোঃ রওশন আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব কাজী কবিরুল হাসান (বাদশা) আনারস প্রতীকে ১৪১ ভোট পেয়েছেন। নির্বাচনে চেয়ার প্রতীকে ৩০৮ ভোট পেয়ে আলহাজ্ব মো: রজব আলী খাঁ সাধাঃ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহিম বাবু হরিণ প্রতীকে ২৩৪ ভোট পেয়েছেন। গতকাল সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে, বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ৬০৯ জন ভোটারের মধ্যে ৫৮১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক সহ ১২ পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে সুলতানপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় ব্যানার পোস্টারে সাজানো হয়েছিল। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বেড়ে যায়। সুশৃংখল ও সারিবদ্ধ ভাবে ভোটাররা কেন্দ্রে প্রবেশ করেন। কাঁচা বাজার সমিতির নির্বাচন হলেও পুরা বড়বাজার এলাকায় ব্যবসায়ী মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের কাছে ভোট চাচ্ছে। কেন্দ্রে প্রবেশের মুখে প্রার্থী ও ভোটারদের পরস্পর সালাম বিনিময়ের পাশাপাশি কোলাকুলি করতে দেখা গেছে। প্রার্থীদের একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের সাথে সৌহাধপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। ভোটার ও সমর্থকদের মধ্যেও অন্যরকম আনন্দ উপলব্ধি করা গেছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে ও সহযোগিতার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হলেন যারা- জয়েন্ট সেক্রেটারী পদে ফজর আলী খোকা গোলাপ ফুল প্রতীকে ৩০৮ ভোট পেয়েছে, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ মোরগ প্রতীকে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম ঘড়ি প্রতীকে ৩৩৬ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে ফজলুল রহমান সাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন বেটবল প্রতীকে বিজয়ী হয়েছে। ধর্ম সম্পাদক পদে আবু সাঈদ মোবাইল প্রতীকে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিজয়ী হলেন যারা- রায়হান ইসলাম মাছ প্রতীকে ৪০৫ ভোট, মতিয়ার রহমান আম প্রতীকে ২৬৬ ভোট, রফিকুল ইসলাম মোমবাতি প্রতীকে ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু দৈনিক দৃষ্টিপাত কে জানান, সুলতানপুর কাঁচা ও পাঁকা বাজার ব্যবসায়ী সমিতির শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এখানে কোন বিশৃংখলা হয়নি। নির্বাচনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স। উল্লেখ্য সহ-সভাপতি পদে মিয়ারাজ হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন।