সাতক্ষীরা জেলা জমঈয়তের উদ্যোগে সুধী ও জেনারেল কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২৩ শনিবার সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে সাতক্ষীরা শহর আহলে হাদীস জামে মসজিদে জেলা জমঈয়তের সুধী ও জেনারেল কমিটির এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোরআন হাকীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মাও: আসাদুল্লাহ আল গালীব। দারসে হাদীস পেশ করেন, শাইখ শরীফ হুসাইন মাদানী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক মাও: আ: রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা সভাপতি এএসএম ওবায়দুল্লাহ গযনফর। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ড. ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুল ইসলাম। এছাড়া মাও: শাহাদাত হুসাইন, ড. অধ্যাপক আজিজুল্লাহ বক্তব্য প্রদান করেন। এসময় কাদাকাটি, কাকডাঙ্গা, ঘোনা, মানিকহার, বুধহাটা, কলারোয়া, কুশখালী, আখড়া খোলা, ঝাউডাঙ্গা এলাকার সভাপতি/সেক্রেটারীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি